বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল মেট্টোপলিটনের ৪ থানার অফিসার ইনচার্জ(ওসি)দের বদলী করেছে পুলিশ হেডকোয়াটার। নির্ভরযোগ্য সূত্রে জানা, আজ বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার থেকে এ আদেশ জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানকে সিআইডিতে বদলী করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ বিপ্লব মিস্ত্রীকেও সিআইডিতে বদলী করা হয়েছে। অপরদিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)তে বদলী করা হয়।
এদিকে বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেনকে সিআইডিতে বদলী করা হয়।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে নতুন করে এখানে কাউকে অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়নি।