বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারকে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর পল্টন থানার পিস্তল ছিনতাইসহ নাশকতার এক মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর ফরহাদ মাতুব্বর আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন। তবে এদিন মজিবুর রহমান সারোয়ারের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে মজিবুর রহমান সারোয়ারকে আটক করে গোয়েন্দা পুলিশ।