নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়াকার্স ইউনিয়ন (রেজি নং- ১৩২০) এর উদ্যোগে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি সম্বলিত ফ্লোটিং ওয়াকার্স ইউনিয়নের নির্বাচনী ব্যানার প্রতি পক্ষের দ্বারা ছিড়ে ফেলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফ্লোটিং ওয়াকার্স ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোঃ সামস উদ্দিন আকন।
সমাবেশটি বিকাল ৫ ঘটিকায় বিআইডব্লিউটিএ মেরিক ওয়ার্কসপ মাঠ (মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন) ফ্লোটিং ওয়াকার্স ইউনিয়নের অফিস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- আগামী ৪ই মার্চ, ২০২১ ইং ফ্লোটিং ওয়াকার্স ইউনিয়নের নির্বাচন।
এ নির্বাচনকে ঘিরে আমাদের ব্যাপক প্রচার-প্রচারনা চলছিলো। এরই মাঝে আমাদের আহ্বায়ক কমিটির নির্বাচনী ব্যানার যাহা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি সম্বলিত পুরাতন বন্দর ভবনের সামনে টানানো হয়।
যা ১৮ই ফেব্রুয়ারি উক্ত ব্যানারটি আমাদের প্রতিপক্ষ সিবিএ নেতাদের নির্দেশে ব্যানারটি ছিড়ে ফেলা হয়।
ইতি পূর্বে উক্ত ঘটনার প্রেক্ষাপটে আমরা কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী অন্তর্ভুক্ত করেছি।
যাহার ডায়েরী নং- ১০৮৯, তারিখ- ২০/০২/২০২১ ইং। বক্তারা আরও বলেন আমরা ইতিমধ্যে এই ব্যানারটি কারা ছিড়েছে তার তথ্য প্রমান হস্তগত হয়েছে।
তদন্ত সাপেক্ষে আমরা প্রমান করতে পারবো। তাই উক্ত ব্যানার ছেড়ার বিষয়ে আমরা আইনগত ভাবে ধারাবাহিক অগ্রগামী হচ্ছি এবং এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি।