• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২১, ১৬:৪২ অপরাহ্ণ
বানারীপাড়ায় অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. সুজন মোল্লা: বানারীপাড়া অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে’ রাজনৈতিক দলের নেতাদের সাথে তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮সেপ্টম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অপরাজিতা নারী নেত্রী ইউপি সদস্য সন্ধ্যা রাণী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মিজানুর রহমান চোকদার,বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মৃধা,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।

অরাজিতা নারী নেত্রী মেরিনা পারভীনের সঞ্চালনায় এছাড়া বক্তৃতা করেন অপরাজিতা নারী নেত্রী নাজনিন হক মিনু ,তাসলিমা,জাকিয়া পারভীন,মাহিনুর বেগম,বিথী খানম,অপু হালদার প্রমুখ।

স্বাগত বক্তৃতা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর ঝুমু কর্মকার।

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জগন্নাথ,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস.মিজানুল ইসলাম,রূপান্তরের ক্লাষ্টার মনিটরিং কো-অর্ডিনেটর মোহাম্মদ তানভীর মোশারফ, উপজেলা জাসদের সভাপতি টিপু সুলতান, প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,রূপান্তরের বানারীপাড়া উপজেলা কো-অর্ডিনেটর বিলকিস খানম প্রমুখ।