বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান এস এম কাইয়ুম খানকে কটূক্তির প্রতিবাদ করায় তার চাচাতো ভাইয়ের ওপর হামলা করেছে প্রতিপক্ষ।
এ ঘটনায় গারুড়িয়া বাজার থেকে হামলাকারী ফোরকান হাওলাদার ও তার ভাই ফারুক হাওলাদারকে দেশি অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
বাকেরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের ভাই মাসুদ খান থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফোরকান হাওলাদার গারুড়িয়া বাজারে বসে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম কাইয়ুম খানকে কটূক্তি করেন।
তার চাচাতো ভাই মাসুদ খান এর প্রতিবাদ করলে এ নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ফোরকান হাওলাদার এবং তার ভাই ইউসুফ হাওলাদার ও ফারুক হাওলাদার দেশি অস্ত্র দিয়ে মাসুদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আটক ফোরকানের ওষুধের দোকান থেকে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। পরে ফোরকান ও তার ভাই ফারুককে আটক করে বাকেরগঞ্জ পুলিশ।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, দু’পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়।
এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। চেয়ারম্যানের ভাই মাসুদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।