• ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বরিশাল ১ আসনের নৌকার প্রাথী আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়ন সংগ্রহ করেন দলীয় নেতৃবৃন্দ

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৩, ১৭:০৬ অপরাহ্ণ
বরিশাল ১ আসনের নৌকার প্রাথী আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়ন সংগ্রহ করেন দলীয় নেতৃবৃন্দ

শামীম আহমেদ ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয় থেকে গৌরনদী, আগৈলঝাড়া, বরিশাল -১ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিভাবক, মাননীয় মন্ত্রী,জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এম পি।

আজ সোমবার (২০) নভেম্বর তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহকালে এসময় উপস্থিত ছিলেন গৌরনদী- আগৈলঝাড়ার ভবিষ্যৎ কান্ডারী যুবরতœ সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, কেন্দ্রীয় কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য যুবরতœ সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত, বরিশাল জেলার দু’ বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।