• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল রেঞ্জে কর্মরত পুলিশের ৭ কৃতি সন্তানকে মেধাবৃত্তি প্রদান

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২১, ১৮:৪৮ অপরাহ্ণ
বরিশাল রেঞ্জে কর্মরত পুলিশের ৭ কৃতি সন্তানকে মেধাবৃত্তি প্রদান

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশাল রেঞ্জে কর্মরত পুলিশের ৭ জন কৃতি সন্তানকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০ প্রদান করা হয়েছে।

বুধবার নগরীর কাশীপুরে ডিআইজি কার্যালয়ে এক অনুষ্ঠানে বিগত এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ৭ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি ক্রেস্ট, একটি সন্মাননা পত্র এবং নগদ ১৫ হাজার করে টাকা দেয়া হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পুলিশের মেধাবী সন্তানদের এই মেধাবৃত্তি প্রদান করে।

মেধাবৃত্তি প্রাপ্ত ৭ জন অনুষ্ঠানে বলেন, এই প্রাপ্তি তাদের আরও আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে। তবে তারা সবাই তাদের পুলিশ পিতাকে প্রতিদিন দেখার জন্য পরিবারের কাছে পোস্টিং চেয়েছেন।

শিক্ষার্থীদের দাবির জবাবে রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন। তবে এই শিক্ষার্থীরা বড় হয়ে যেন তাদের পিতাকে তাদের কাছে রাখেন এবং শ্রদ্ধা-যত্ন করেন সেই উপদেশ দেন ডিআইজি। অনুষ্ঠানে রেঞ্জ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।