• ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বরিশাল নবগঠিত সদর উপজেলা বিএনপি আহবায়ক কমিটির প্রস্তুতি সভা

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২২, ১৩:২২ অপরাহ্ণ
বরিশাল নবগঠিত সদর উপজেলা বিএনপি আহবায়ক কমিটির প্রস্তুতি সভা

শামীম আহমেদ॥ হঠাও মাফিয়া, বাঁচাও দেশ টেইক ব্যাক বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল সদর উপজেলা নবগঠিত বিএনপির আহবায়ক কমিটির অন্যসকল সদস্যদের সাথে পরিচিত সভা করার লক্ষে এক প্রস্তুুতি সভা করেছে সদর উপজেলা বিএনপি আহবায়ক কমিটি।

 

বুধবার রাতে সদররোডস্থ জেলা বিএনপি দলীয় কার্যলয়ের তৃতিয় তলায় বরিশাল সদর উপজেলা নবগঠিত আহবায়ক কমিটির অয়োজনে আহবায়ক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম সেলিমের সঞ্চলনায় জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগ-ফেরাত কামনা করা সহ গণতন্ত্রের (মা) সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আশুরোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

পরে সদ্যঘোষিত বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যসকল যুগ্ম আহবায়ক ও সদস্যদের নিয়ে এক পরিচিত সভা আয়োজন করার লক্ষে এক প্রস্তুুতি সভা করে। প্রস্তুতি সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও বিভিন্ন সদস্যবৃন্দ

 

উল্লেখ্য, বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এ্যাড, মুজিবুর রহমান নান্টু ও সাবেক মহানগর বিএনপি সহ-সভাপতি বর্তমান জেলা কমিটির সদস্য সচিব এ্যাড আকতার হোসেন মেবুলের কমিটি বরিশাল সদর উপজেলা সহ জেলার দশ উপজেলা ও পৌর বিএনপি নতুন কমিটির মধ্যে সর্বপ্রথম গত ১৫ সেপ্টেম্বর রাতে আলহাজ্ব নুরুল আমিনকে আহবায়ক ও রফিকুল ইসলাম সেলিমকে সদস্য সচিব করা সহ ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যদের নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে প্রকাশ করে।