বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঘূর্ণিঝড় মিধিলি প্রভাবে অব্যাহত বৃষ্টিপাতে বরিশালে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল থেকে নগরের প্রধান সড়কগুলোতে হাঁটুপানি দেখা গেছে। ফলে বিপাকে পড়েছেন নগরবাসী।
এদিকে বিআইডব্লিউটিএর উপপরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সকালে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ফসলের কিছুটা ক্ষতি হলেও অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
জানা গেছে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরিশাল নদী বন্দরে ৩ নম্বর সংকেত দেখানো হয়। ফলে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে লঞ্চসহ সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এ বিষয়ে আবহাওয়া অফিস জানায়, বরিশালে গত ২৪ ঘণ্টায় ২২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ।