• ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

‘বরিশাল জুটি’র অভিষেক হলো ৫ প্রেক্ষাগৃহে

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৩, ১৯:৪৫ অপরাহ্ণ
‘বরিশাল জুটি’র অভিষেক হলো ৫ প্রেক্ষাগৃহে

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ এ সপ্তাহের ছবি হিসেবে পাঁচটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘ইতি চিত্রা’। নতুন জুটির এই ছবির মাধ্যমে উঠে আসবে নব্বই দশকে মফস্বলের কলেজ পড়ুয়া একজোড়া তরুণ-তরুণীর প্রেমের গল্প। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাইসুল ইসলাম অনিক।

এতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতু। এ সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে ঋতুর। এর আগে সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম নায়ক হিসেবে পর্দায় আসছেন ইভন।

নির্মাতা জানান, প্রথম সপ্তাহে ছবিতে দেখা যাবে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা) এবং সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)।

নির্মাতা রাসেলের প্রথম সিনেমা ‘ইতি চিত্রা’। বড় পর্দায় কাজে নামার আগে বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন নাটক নির্মাণ করে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।

অন্যদিকে বরিশালের মেয়ে জান্নাতুল রিতু। সংস্কৃতি অঙ্গনে যার কেউ নেই। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ঋতু নায়িকা হবেন কখনও ভাবেননি। পরিচালকের প্রস্তাব পেয়ে আগ্রহী হলেন সিনেমায়। কাকতালীয়ভাবে ইভনও বরিশালের ছেলে। কাজ করছেন দৃষ্টিপাত নাট্যদলে। পাশাপাশি সিনেমাও করছেন। ‘ইতি চিত্রা’ নিয়ে আশাবাদী এই অভিনেতা।

ইভন বলেন, ‘দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায় এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের অভিনীত চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

ঋতু বলেন, ‘এমনিতেই প্রথম কাজ, তাও আবার বড় পর্দায়। তাই নার্ভাসনেসটা একটু বেশি কাজ করছে। নিজের সর্বোচ্চটা দিয়ে পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। অপেক্ষায় আছি দর্শক আমাকে কীভাবে নেবে সেটার জন্য।’

‘বরিশাল জুটি’ ইভন-ঋতু ছাড়াও ‘ইতি চিত্রা’য় অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন প্রমুখ।