বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বাংলাদেশের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ বিপিএলের চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন সম্প্রতি বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। বর্তমানে তার দল সিলেট পর্বের জন্য সিলেটে অবস্থান করলেও দলের সাথে নেই শোয়েব মালিক। হঠাৎ দুবাইয়ে উড়াল দিয়েছেন পাক এই ক্রিকেটার। এবার জানা গেল, চলতি বিপিএলে আর খেলবেন না তিনি। একই সাথে বরিশালের আরেক বিদেশি ক্রিকেটার আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকেও আর দেখা যাবে না।
শোয়েব মালিক মূলত পারিবারিক কারণেই চলে গেছেন বলে জানা গেছে। ২৩ জানুয়ারি রাতেই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। এরপর সেখানে গিয়ে পারিবারিক সমস্যার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের মালিক মিজানুর রহমান।
এদিকে শোয়েব মালিকের জায়গায় বরিশালে যোগ দিচ্ছেন আরেক পাক ক্রিকেটার আহমেদ শেহজাদ। এ ছাড়া ক্যারিবিয়ান ক্রিকেটার কাইল মায়ার্সকেও আনতে যাচ্ছে বরিশাল। দ্রতই যোগ দেবেন দলে।
উল্লেখ্য, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ও ফের বিয়ে করা ইস্যুতে কদিন ধরেই আলোচনায় আছেন শোয়েব মালিক। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগমুহূর্তে জানিয়েছিলেন তৃতীয় বিয়ের খবর। পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের পর সমালোচনার মুখেও পড়েছেন তিনি। এসবের মাঝেই বিপিএলে তিন ম্যাচ খেলেও বলার মতো কিছু করতে পারেননি তিনি।
ফরচুন বরিশালের হয়ে তিন ম্যাচে সর্বসাকল্যে রান করেছেন ২৯। প্রথম ম্যাচে ১৭ করার পর, বাকি দুই ম্যাচে করেছেন ৫ ও ৭ রান। এ ছাড়া হাত ঘুরিয়ে এই তিন ম্যাচে তিনি পেয়েছেন একটি উইকেট।
অন্যদিকে বরিশালের আরেক খেলোয়াড় আফগান ওপেনার ইব্রাহিম জাদরানও দল ছেড়েছেন তবে তার দল ছাড়ার কারণ জাতীয় দলের দায়িত্ব।