• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ২১:১৫ অপরাহ্ণ
বরিশালে ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ হত্যাকাণ্ডের নয় বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাকিব হাওলাদারকে (৪২) গ্রেফতার করেছে বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন মঈন।

তিনি জানান, গ্রেফতার রাকিব হাওলাদার বরিশালের উজিরপুর উপজেলার দামুদারকাঠি এলাকার নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে।

তার নামে গৌরনদী মডেল থানায় এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ২০১৩ সালে মামলা হয়। যে মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। দীর্ঘ ৯ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

এছাড়া উজিরপুর মডেল থানায় দায়ের হওয়া অপর একটি চুরি মামলাতেও ২০১৫ সালে আদালত কর্তৃক এক বছরের কারাদণ্ড প্রাপ্ত হন রাকিব। পাশাপাশি তার নামে গৌরনদী মডেল থানায় ২০২০ সালে দায়ের হওয়া অপর আরেকটি মারামারি মামলাও আদালতে বিচারাধীন। এ তিন মামলাতেই তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

তবে কখনো তিনি বরিশাল নগরে, কখনো গৌরনদী, কখনো উজিরপুর, কখনো মাদারীপুর কিংবা ঢাকাসহ বিভিন্ন জায়গায় পালিয়ে থাকায় দীর্ঘদিন তাকে গ্রেফতার করা যায়নি। সর্বশেষ তথ্যপ্রযুক্তির ব্যবহারে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এসআই।