• ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বরিশালে ৫ দোকান মালিককে অর্ধলাখ টাকা জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত মে ২১, ২০২৪, ১৭:৫৮ অপরাহ্ণ
বরিশালে ৫ দোকান মালিককে অর্ধলাখ টাকা জরিমানা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল নগরীতে মূল্য তালিকা না থাকা, ফ্রিজে খাবার সংরক্ষণসহ নানা অপরাধে ৫টি দোকানের মালিককে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে মঙ্গলবার (২১ মে) দিনভর অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী এ অভিযান চালিয়েছেন। তিনি বলেন, নগরীর বিভিন্ন ওষুদের ফার্মেসি, মুদি দোকান ও আলু-পিঁয়াজের বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের চালান রসিদ রাখার জন্য সতর্ক করাও হয়। কোরবানী ঈদে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, অধিদফতরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস।