• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বরিশালে ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৬, ২০২৪, ১৮:০০ অপরাহ্ণ
বরিশালে ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশালে সপ্তম দিনে কারফিউ ১৬ ঘণ্টা শিথিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আইটি শাখা।

বিএমপি কমিশনার জিহাদুল কবির জানান, আজ শুক্রবার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল থাকবে। রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সান্ধ্য আইন কর্যকর থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন এলাকায় সান্ধ্য আইন বলবৎ থাকবে। এর আগে বৃহস্পতিবার থেকে সান্ধ্য আইন শিথিল করে সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছিল।

কমিশনার বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন বলবৎ থাকবে। কারফিউ শিথিলকালীন বরিশাল মহানগরী এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে সব ধরনের মিছিল জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা নগরীতে নিয়মিত টহল দেবে। সান্ধ্য আইন শিথিল করায় বরিশাল নগরবাসীর জনজীবন স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে।’