বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের হিন্দু ধর্মালম্বী বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও তাদের ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেন জামায়াতে ইসলামী বরিশাল মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (৯ আগস্ট) অমৃত গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডির মিটিং রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার। আরো উপস্থিত ছিলেন বরিশাল মাহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, মহানগর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, ইসলামী ছাত্রশিবিরের সরকারি বি এম কলেজ সভাপতি জাহিদুল ইসলাম ইয়ামিনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
‘সম্প্রীতির বন্ধনে মিলেমিশে পরস্পরে আমাদের এ বরিশালকে সুন্দরভাবে গড়ে তুলি ও নিরাপদ রাখি’ এ আহ্বান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন অমৃত গ্রুপের চেয়ারম্যান বিজয় কৃষ্ণ দে, মহানগর পূজা উদযাপন কমিটির সেক্রেটারি ভানু লাল দে, রামকৃষ্ণ মিশন সভাপতি শ্রীরাখাল চন্দ্র দে, সেক্রেটারি স্বামী বিজিতাত্নানন্দ, শংকর মঠ মন্দিরের সভাপতি লিমন সাহা কানু, শ্রীরাধা শ্যামসুন্দর মন্দির (ইসকন) সভাপতি বন্ধু সভা, জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পঙ্কজ কুমার গুপ্ত, অমৃত লাল দে কলেজের শিক্ষক দেবাশীষ চক্রবর্ত্তী ও বাকসুর সাবেক নেতা শুভ সেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর জামায়াতের আমির বলেন, বর্তমান পরিস্থিতিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে তা কোনোভাবেই আমাদের প্রত্যাশিত নয়। চলমান পরিস্থিতি সামনে রেখে জাতির উদ্দেশে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই। আমরা এ দেশেই জন্মগ্রহণ করেছি, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা এই দেশের গর্বিত নাগরিক। নাগরিক হিসেবেই আমাদের প্রত্যেকের মর্যাদা অধিকার সমান। সুতরাং আমাদের এই দৃষ্টিকোন থেকে ভূমিকা রাখতে হবে। আমরা একইসাথে চলাচল করি একই বাজার থেকে বাজার করি, আমরা একই সমাজের লোক এটা ভুলে গেলে চলবে না।
তিনি আরো বলেন, আপনাদেরকে নিয়ে আমাদের চিন্তা ছিল যে যারা নেতৃবৃন্দ আছেন তাদের বাসা বাড়িতে যাব। তারপর আপনাদের পরামর্শের মাধ্যমে আজকের এই বৈঠক আয়োজন করা হয়। আপনারা কষ্ট করে এসেছেন ও আমাদের সময় দিয়েছেন এজন্য আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের বক্তব্য পরিষ্কার যারা ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে তারা দুষ্কৃতকারী, তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণে যত সহযোগিতা দরকার জামায়াতে ইসলামী সে ধরনের সহযোগিতা প্রদানে বদ্ধ পরিকর।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন মন্দির পরিদর্শন করেন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের খোঁজখবর নেন।