বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি স্বামী ইকবাল বেপারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইকবাল জেলার গৌরনদী উপজেলার লক্ষনকাঠী গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে। সে ১৪ বছর যাবত পলাতক ছিলো।
আজ মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বাড্ডা এলাকায় রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ইকবাল বেপারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার শেষ কার্যদিবসে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এএসআই রফিকুল ইসলাম আরও জানান, একই অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খাঞ্জাপুরের কমলাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জয়নাল আবেদীন এবং ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি নাঠৈ গ্রামের কাজী হাবিবুর রহমানের ছেলে মনির কাজীকে গ্রেপ্তার করা হয়েছে।