• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে সারা বছর কাজ চায় ইমারত নির্মাণশ্রমিকরা

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২১, ১৭:৪১ অপরাহ্ণ
বরিশালে সারা বছর কাজ চায় ইমারত নির্মাণশ্রমিকরা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশালে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও সারা বছর কাজের দাবিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন।

রোববার সকালে নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে জেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে তিনি বলেন, বিগত প্রায় দেড় বছর করোনার ছোবলে দেশের আর্থসামাজিক উন্নয়ন থমকে দাঁড়িয়েছে। বিশেষ করে শ্রমিক শ্রেণি বর্তমানে দারিদ্র্যসীমার নিচে দিনাতিপাত করছে। সরকারি খাদ্য সহায়তা ও প্রণোদনা যা দেওয়া হয়েছে তা অপ্রতুল।

বর্তমানে ইমারত নির্মাণশ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। অনেকেই ধারদেনা করে সর্বস্বান্ত হয়ে পথে বসেছে। তাই সরকার সহসংশ্লিষ্ট সবার নিকট আবেদন, ইমারত নির্মাণশ্রমিকদের বাঁচতে দিন, বাঁচিয়ে রাখুন।

সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বরিশাল জেলা শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদ ও বাংলাদেশ ইমারত নির্মাণ কারিগরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।