• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বরিশালে সর্বোচ্চ করদাতা হলেন যারা

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৩, ১৬:৪৬ অপরাহ্ণ
বরিশালে সর্বোচ্চ করদাতা হলেন যারা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল সিটি করপোরেশন এলাকা ও জেলা পর্যায়ে ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ করদাতাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল সিটি এলাকায় সর্বোচ্চ করদাতা তিনজন, দীর্ঘসময়ে কর প্রদানকারী দুইজন, সর্বোচ্চ নারী করদাতা একজন ও ৪০ বছরের নিচে একজন তরুন পুরুষ করদাতা নির্বাচিত হয়েছেন।

বুধবার সকালে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এবার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন, মোঃ আব্দুর রাজ্জাক, সত্য কৃষ্ণ পিপলাই ও মোঃ রেজবি-উল-কবির। দীর্ঘসময় কর প্রদানকারী নির্বাচিত হয়েছেন-বেলায়েত হোসেন ও মোঃ আব্দুল লতিফ।

সর্বোচ্চ নারী করদাতা ডালিয়া পারভীন এবং ৪০ বছরের নিচে তরুন পুরুষ নির্বাচিত হয়েছেন সর্বোচ্চ করদাতা সত্য কৃষ্ণ পিপলাইয়ের ছেলে সোহাগ কৃষ্ণ পিপলাই।

সূত্রমতে, প্রতিবছর সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে দেশের সিটি করপোরেশন ও জেলা পর্যায়ের এই চার ক্যাটাগরিতে ৫২৫ জন সর্বোচ্চ করদাতার তালিকা প্রকাশ করা হয়।