• ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বরিশালে মায়ের সাথে ঔষধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১০, ২০২৪, ১৯:২৫ অপরাহ্ণ
বরিশালে মায়ের সাথে ঔষধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

নাজমুল হক মুন্না ॥ বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১০ জুলাই বুধবার ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার ভরসা কাঠি গ্রামের ৪ নং ওয়ার্ডের সোহাগ ফরাজী এর পুত্র মোঃ শাহাদাত ফরাজী ( ৮) ও তার মা কাজল বেগমের সাথে ওষুধ কেনার জন্য জয়শ্রী বাসস্ট্যান্ড আসেন।

এ সময় মায়ের হাত থেকে ছুটে গিয়ে শিশু শাহাদাত রাস্তা পার হওয়ার জন্য দৌর দিলে একটি ঘাতক ট্রাক তাকে চাপা দেয়।

যার নম্বর ঢাকা মেট্রো ১২-০১-৩৮। শিশু শাহাদাত রাস্তার উপর ছিটকে পড়লে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এসময় ঘাতক ট্রাক চালক ট্রাক রেখে দ্রুত পালিয়ে যায়। শিশু শাহাদাতের মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বইছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান দুর্ঘটনার কারনে একটি ট্রাক আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।