• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাদক ব্যবসায়ীদের আতংক ডিবির পুলিশ পরির্দশক ছগির

বরিশালে বিপুল পরিমান ফেন্সিডিলসহ নারী আটক

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৪, ১৯:০৪ অপরাহ্ণ
বরিশালে বিপুল পরিমান ফেন্সিডিলসহ নারী আটক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে বসত ঘরে অভিযান চালিয়ে ২শ’ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই তানজিল।

আটক মোসা. ফাতেমা আক্তার বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন রায়পাশা ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের স্ত্রী।

এসআই তানজিল জানান, বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে বুধবার দিবাগত মধ্যরাতে মোসা. ফাতেমা আক্তারের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক নারীর হেফাজত হতে ২শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

তবে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কেনাবেচার সাথে সম্পৃক্ত অপর দুজন পালিয়ে যায়। যার মধ্যে মোসা. ফাতেমা আক্তারের স্বামী মো. ফারুক হাওলাদার ওরফে মাহাবুব হোসেন এবং তাদের সহযোগী মো. নুরুজ্জামান খান ওরফে শাকিল খান ওরফে সেন্টু ব্যাপারী রয়েছে। এ ঘটনায় আটক ও পলাতক দ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেন।