বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের উজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৌরাঙ্গ হালদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওই উপজেলার কারফা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে গৌরাঙ্গ নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়।
স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজিরপুর থানার ওসি মো. জাফর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।