• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

বরিশালে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ছাত্রদের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ২০:৫৯ অপরাহ্ণ
বরিশালে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ছাত্রদের মৃত্যু

বরিশালে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ছবি তোলার সময় পা পিছলে কীর্তনখোলা নদীতে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে কলেজ ছাত্র আবির হাসান হিরার।

৮ ডিসেম্বর রোববার বেলা ১১টার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বিনোদনকেন্দ্র ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজের দেড় ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান।

মৃত ছাত্র আবির হাসান হিরা বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। এছাড়া হিরা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাছনাপাড়া মদিনাবাদ এলাকার মো. রাশেদের ছেলে।

নিহত হিরার সহপাঠী হৃদয় বলেন, তারা চার সহপাঠী মিলে ঘুরতে গেলে হিরা ব্লকের ওপর ছবি তুলতে উঠে। তখন পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়। হীরা সাতার জানতো বলেও জানায় বন্ধুরা।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, খবর পেয়ে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি, স্বজনসহ কলেজ কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

লাশ বুঝে নেয়া চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য তুহিন খান বলেন, মরদেহ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল সদর নৌ-পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভাঙ্গার পাড় এলাকায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল। ছবি তোলার সময়ে পা পিছলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে নৌপুলিশ যায়। অনেক খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের অদূরে নিখোঁজ ছাত্রের মরদেহ ভাসতে দেখা যায়।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।