• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে প্রেমিকের সঙ্গে ঝগড়া করে নিজেকে ক্ষতবিক্ষত করলেন প্রেমিকা

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৪, ২০২১, ২২:৪০ অপরাহ্ণ
বরিশালে প্রেমিকের সঙ্গে ঝগড়া করে নিজেকে ক্ষতবিক্ষত করলেন প্রেমিকা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: প্রেমিকের সঙ্গে অভিমান করে ব্লেড দিয়ে নিজের মুখমণ্ডল ও হাত ক্ষতবিক্ষত করেছে এক ছাত্রী।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম। তিনি জানান, নিজেদের মধ্যে কথার কাটাকাটরি এক পর্যায়ে ওই তরুণী এ ঘটনা ঘটান।

সঙ্গে থাকা প্রেমিক তরুণ তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন। সেখানে মেয়েটি চিকিৎসাধীন।

জানা গেছে, ২৬ বছর বয়সী ওই ছাত্রী বিএম কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী। তার মূল বাড়ি উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকায়। বর্তমানে তিনি নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক ভাড়া বাসায় থাকেন।

জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার লাকুটিয়া সড়কের বাসিন্দা শাওন খানের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সর্ম্পক ছিল তার।

দুজনে মঙ্গলবার বিকেলে বিএম কলেজের সামনে দেখা করতে এসে কথা কাটাকাটি হয়। এ সময় উত্তেজিত হয়ে নিজের ভ্যানিটি ব্যাগ থেকে ব্লেড বের করে মুখমণ্ডলে ও হাতে আঘাত করে।