• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে পোল্ট্রি ব্যবসার আড়ালে ক্যাসিনো সাইফুলের মাদক ব্যবসা

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২১, ২২:১২ অপরাহ্ণ
বরিশালে পোল্ট্রি ব্যবসার আড়ালে ক্যাসিনো সাইফুলের মাদক ব্যবসা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পোল্ট্রি ফার্মের আড়ালে সরাসরি মাদকের এক সময়ের রাজা খ্যাত ফেন্সিডিল সেবন এবং বিক্রি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার সাইফুল ইসলাম’র বিরুদ্ধে।

যদিও এলাকাতে তিনি ক্যাসিনো সাইফুল বলে পরিচিত সবার কাছে।একাধিক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, জিকে শামিম আর ক্যাসিনো সম্রাট শাহেদ আকন সম্রাট আটকের পর সাইফুল ইসলামের অবৈধভাবে আয়ের উৎস হারিয়ে মোটা অংকের টাকা নিয়ে এখন বরিশালে ফেন্সিডিল ও বিয়ারের ব্যবসা আর সেবনে জড়িয়ে পড়েছে সে। তার সাথে বেশ কয়েকজন সহযোগি থাকলেও তারা থাকছে ধরাছোয়ার বাইরে।

এলাকার নব্য প্রভাবশালী হওয়ায় কাশিপুর চহঠা এলাকার সেন্টু মিয়ার ছেলে ক্যাসিনো সাইফুলের হোন্ডা বহরে এখন দেখা যায় ফেন্সিডিল খোরদের ভীড় । যদিও পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখে দ্রুতই আইনী ব্যস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ রয়েছে মেট্টোপলিটনের এয়ারপোর্ট থানাধীন মাধবপাশার বাবুল তালুকদারের সঙ্গে যোগসাজসে এই ব্যবসা করেন সাইফুল ইসলাম ওরফে ক্যাসিনো সাইফুল। তাদের দৌড়ত্ব যদিও থানা এলাকাতেই সিমাবদ্ধ।

এর মধ্যে ফেন্সিডিল বিক্রির প্রধান প্রধান স্পটের মধ্যে রয়েছে কাশিপুর চেীমাথা থেকে থানা রোড, মাধবপাশা, পশ্চিম শোলনা এবং মাধবপাশা ইউনিয়ন। এছাড়াও সাইফুল প্রতিদিন বিকেল হলেই পোল্টি ফার্মের আড়ালে শুরু করে মাদকের হাটবাজার। নিজে তার সঙ্গীদের নিয়ে প্রতিদিন ৪ থেকে ৫ টি ফেন্সিডিল সেবন করে শুধু মাত্র মাদক বিক্রির লাভের টাকায়।

এই প্রতিবেদকের তদন্ত সাপেক্ষে বেড়িয়ে এসেছে আরো কিছু তথ্য। আর তাদের কারনে নস্ট হচ্ছে ওই এলাকার যুব সমাজ। সাইফুল অবৈধ ক্যাসিনো ব্যবসার সাথে জড়িয়ে বর্তমানে বহু অর্থের মালিক হয়ে বরিশালে ঘাপটি মেরে রয়েছে বলে জানায় একটি সুত্র ।

তার অবৈধ আয়ের বিষয়টিও এখন প্রকাশ্যে। যদিও নাম প্রকাশ না করার শর্তে আইনশৃক্ষা বাহিনীর এক কর্মকর্তা বলছেন, তার নামে ক্যাসিনোর অভিযোগ রয়েছে এমন সংবাদ আগেও জানা রয়েছে এবং হঠাৎ করে তার অর্থের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

কারন যেখানে সম্রাট, জিকে শামিম ক্যাসিনো কেলেংকারিতে জেল হাজতে সেখানে ক্যাসিনো সাইফুলের মাদক ব্যবসা কি করে সম্ভব। তাও আবার বরিশালের মতো এতো শান্তি প্রিয় একটা শহরে।

তথ্য বলছে, তার ফেন্সিডিলের ব্যবসার সাথে নিজ এলাকারও কয়েকজন সরাসরি জড়িত। তাদের গলাবাজির কারনে সাইফুল এখন ওই এলাকার শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। আর তাকে সরাসরি সাপোর্ট দিচ্ছে এলাকার কযেকজন অসহায় যুবক। কারন তার টাকায় ফেন্সিডিল খেয়ে এবং বিক্রির ভাগ পেয়ে তারা পরিবার নিয়ে এখন একটু ভালো রয়েছে। ।

এদিকে মাধবপাশার বাবুল তালুকদার সরাসরি ক্যাসিনো সাইফুলের নিকট থেকে টাকা নিয়ে ফেন্সিডিলের ব্যবসা করায় টাকার ভাগের পাশাপাশি সাইফুল এখন ফ্রিতেও ফেন্সিডিল খাইয়ে এলাকার কিছু যুবকদের এই পথে উৎসাহিত করছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ হালদার বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সময়ের মধ্যেই ব্যবস্থা গ্রহন করা হবে।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাইফুলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।