• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

বরিশালে পূর্ব শত্রুতার জেরে ৩ জনকে কুপিয়ে জখম

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৪, ১৬:৫১ অপরাহ্ণ
বরিশালে পূর্ব শত্রুতার জেরে ৩ জনকে কুপিয়ে জখম

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কানসি গ্রামে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে ৩ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় উপজেলার শোলক ইউনিয়নের কানসি গ্রামে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়- শুক্রবার রাত সাড়ে ১১ টায় উপজেলার শোলক ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শিরাজ সরদারের ভোগদখলীয় মাছের ঘেরে ওই গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ রাহাত হাওলাদার (৩৮), আঃ জলিল সরদারের ছেলে মোঃ আনিচ সরদার (৩২), বাশার সরদার (৪০),জুয়েল সরদার(৩৫), এসমাইলসহ কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে পরিকল্পিত জোরপূর্বক পানি সেচ শুরু করলে শিরাজ সরদার প্রতিবাদ করলে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এতে বাধা দিলে মৃত আঃ জব্বার সরদারের ছেলে মোঃ তুহিন সরদার (৪০), মোঃ সেলিম হাওলাদারের ছেলে রিয়াদ হাওলাদার (৩২)কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে তাদের হাত ও বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর জখম হয়। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে তুহিন সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। হামলার ঘটনায় শিরাজ সরদার বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্ত ৫ জনসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।