বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ স্বচ্ছতা ও দ্রুততার সাথে জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণের নজির স্থাপন করলেন বরিশালের জেলা প্রশাসক।
জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তদের চেক প্রাপ্তি মানেই হয়রানি, দীর্ঘসূত্রিতা, অনিয়ম, টাকা-পয়সার লেনদেন এমন ঘটনা হরহামেশাই শোনা যায়। ঠিক তখনি বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন নিজে এবং তার অধীনস্থদের দুর্নীতি মুক্ত রেখে দ্রুত সময়ের মধ্যে বাকেরগঞ্জের গোমা সেতুর অ্যাপ্রোচ সহ সংযোগ সড়ক নির্মাণ, কদমতলা ব্রিজ অ্যাপ্রোচ সহ সংযোগ সড়ক, গুটিয়া বন্দর সেতু নির্মাণ রায়েরহাট সেতু নির্মাণ, উজিরপুর উপজেলা মডেল মসজিদ নির্মাণ ও বরিশাল বিটাক কেন্দ্র স্থাপন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্থ ১১ জন ভূমি মালিকের বিপরীতে প্রায় ৮৩ লক্ষ ২৮ হাজার টাকার চেক বিতরণ করেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন এই চেক হস্তান্তর করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো: আবু আবদুল্লাহ খান, কানুনগো মোঃ মিজানুর রহমান সহ এল এ শাখায় কর্মরত সার্ভেয়ারবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক প্রত্যেক চেক গ্রহীতার সাথে কথা বলেন এবং কোন ধরনের হয়রানি বা তার অফিসে কোন ধরনের উৎকোচ দিতে হয়েছে কিনা জানতে চাইলে সকলেই জানান হয়রানি মুক্তভাবে দ্রুত সময়ের মধ্যে চেক প্রাপ্তির কথা। সহজে চেক প্রাপ্তির জন্য সকলেই জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান। উপস্থিত সুধীসমাজ ও সাংবাদিকবৃন্দ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ায় জেলা প্রশাসক কে আন্তরিক ধন্যবাদ জানান।