শামীম আহমেদ ॥ গণবিরোধী, কালো টাকার ও লুটপাটেরবাজেট বাতিল কর,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার সেন্ডিকেটেরহোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা সহ দূর্নীতিবাজ, লুটপাটকারী, ব্যাংক ডাকাত ও বিদেশে টাকা পাচারকারীদের গ্রেফতার করে বিচারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি।
আজ বুধবার (১২) জুন সকাল সাড়ে ১০ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়। বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য জাফর তালুকদারের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্রাপক আব্দুস ছত্তার।
এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড উপাধাক্ষ হারুন অর রসিদ,সদস্য অধ্যাপক বিরেন্দ্র নাথ রায় প্রমুখ। এসময় প্রধান অতিথি অধ্যাপক আব্দুস ছত্তার বলেন, আওয়ামী লীগ সরকার দূর্নীতিবাজদের দূর্নীতি করার সুযোগ করে দেওয়ার কারনেই সরকার এখন দূর্নীতিবাজদের নিয়ন্ত্রন করতে পারছে না।
এসময় তিনি অঅরো বলেন সরকার যদি ভেবে থাকেন বার বার সেনা বাহিনী,র্যাব,পুলিশ ও আমলাদের দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকবেন আপনাদের এস্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না একদিন দেশের জনগণ এই দূর্নীতিবাজ সরকারকে টেনে নামাবেই।