• ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বরিশালে দুই ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১৯:৫০ অপরাহ্ণ
বরিশালে দুই ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পৃথক দুটি ধর্ষণ মামলায় দুইজন ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। পাশাপাশি দুই আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় দুই আসামি এজলাসে উপস্থিত ছিলেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডিতরা হলো, জেলার আগৈলঝাড়া উপজেলার আহুতী বাটরা গ্রামের সুবীর হালদারের ছেলে রজত হালদার (৩৬) ও উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত আরজ আলী বালীর ছেলে আবুল হোসেন বালী (৪৫)।

পৃথক দুই মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১২ সালের ৫ জুন আহুতী বাটরা গ্রামের বাড়ির পাশের ধানক্ষেতে গরু চরাতে যায় ১১ বছর বয়সের এক শিশু কন্যা।

এসময় ক্ষেতের পাশে থাকা রজত হালদার শিশুটির মুখ চেঁপে ধরে পাশের পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয় আগৈলঝাড়া থানায় মামলা করেন।

থানার এসআই ইদ্রিস আলী ২০১২ সালর ৪ আগস্ট রজত হালদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে। বিচারক সাতজনের স্বাক্ষ্য নিয়ে সোমবার উল্লিখিত রায় ঘোষণা করেছেন।

অপরদিকে ২০১৩ সালের ৯ এপ্রিল উজিরপুরে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করে আবুল হোসেন বালী। খাবারের প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে দোকানের পিছনে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে সে।

ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। থানার এসআই হুমাউন কবির একই বছরের ২৩ জুন আদালতে চার্জশীট দাখিলের পর বিচারক চারজনের স্বাক্ষ্য নিয়ে সোমবার রায় ঘোষনা করেছেন।