শামীম আহমেদ ॥ বরিশালে কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ এর ৬ষ্ঠ বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন- ২০২৩ অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৫) নভেম্বর দিনব্যপি ২টি সেসনে বৈজ্ঞানিক গবেষনা পত্র এবং পোস্টার পদশর্নী সহ বরিশাল বিডিএস সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কোষ্টাল ভেট সোসাইটি বাংলাদেশ এর সভাপতি ও বরিশাল জেলা প্রানি সম্পদ অফিসার ড. নুরুল আলমের সভাপতিত্বে অনুুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ আলী, ট্রেজার পটুয়াখালী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রানি সম্পদ অধিদপ্তর মহা পরিচালক (ঢাকা) ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার,গ্রামিন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন,রেনেটা লিমিটেড পরিচালক মোঃ সিরাজুল হক।
সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,প্রানি সম্পদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) কর্মকর্তা,বৈজ্ঞানিক বৃন্দ ও ছাত্র-ছাত্রী সহ ২ শতাধিক প্রতিনিধি অংশ গ্রহন করে।