• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বরিশালে থেমে থেমে বৃষ্টি, বাড়ছে ভোগান্তি

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২, ২০২৪, ১৭:২৭ অপরাহ্ণ
বরিশালে থেমে থেমে বৃষ্টি, বাড়ছে ভোগান্তি

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে নগরের অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।

শুক্রবার (২ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে। এতে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

বরিশাল নগরের বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী ইমরান জানান, ভ্যান নিয়ে তিনি নগরের বিভিন্ন দোকানে পণ্য দিয়ে থাকেন। তবে টানা বৃষ্টির কারণে গতকাল বৃহস্পতিবার সারাদিন যেমন ভোগান্তি হয়েছে, আজ শুক্রবারও তেমন ভোগান্তি হচ্ছে।

তবে আজ বৃষ্টির সঙ্গে সড়ক পানিতে তলিয়ে থাকায় ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। রিকশা চালক আলামিন বলেন, ‘নগরের বটতলা ও বগুরা রোডসহ বেশ কিছু সড়ক পানিতে তলিয়ে গেছে।

বৃষ্টি আরও হলে সড়কের পানির মাত্রা আরও বৃদ্ধি পাবে, আর তখন রিকশা চালিয়ে উপার্জন বন্ধ হয়ে যাবে। গত কয়েক বছর ধরে এটাই দেখে আসছি।’

এদিকে বরিশাল আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে। আগামী ২ দিন টানা এমন বৃষ্টি হতে পারে।