বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে ৯ দফা দাবীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে বিক্ষোভ করেছে। আন্দোলন চলাকালিন এক ছাত্রলীগ কর্মীকে ধারালো অস্ত্র সহ আটক করে শিক্ষার্থীরা। আটকের পর তাকে গণপিটুনি দিয়ে শিক্ষার্থীরা তার কাছ থেকে ধারালো ছিনিয়ে নেয়।
পরে চিকিৎসার জন্য শেরেই বাংলা মেডিকেলে কলেজ হাসাপাতলে পাঠিয়ে দেয়। এর আগে বিএম কলেজ মসজিদ গেটের সামনে থেকে মিছিল আকারে তারা নগরীর নথুল্লাবাদ বাস স্টান্ডে গিয়ে অবস্থান করে।
সেখানে ঢাকা বরিশাল মহাসড়ক বেরিগেট দিয়ে যান বাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অভ্যন্তরীন এবং দূরপাল্লার যান চলাচল দুপুর পর্যন্ত বন্ধ থাকায় চরম দূর্ভোগের স্বিকার হতে হয় সাধারন মানুষকে।
এ দিকে বিক্ষোভ চলাকালীন চার সমন্বয়ক সংবাদ সম্মেলন করে জানায়, তাদের কর্মসূচি শান্তিপূর্নভাবে পালন করা হচ্ছে। তাদের দাবী মেনে না নিলে কাল থেকে অসহযোগ আন্দোলন করবেন তারা।