বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে জমি নিয়ে বিরোধে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী মো: হৃদয় খান (৩০)কে গ্রেফতার করেছে র্যাব-৮।
গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জান যায়, র্যাব-৮ তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল ৩ টা ১০ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন বিআরটিএ ভবন সংলগ্ন এলাকা থেকে র্যাব-১০ এর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ জুলাই সন্ধ্যায় সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে পারিবারিক পুকুর ঘাট বাধানোর নির্মান ব্যায় নিয়ে কলহের জের ধরে লোহার শাবল দিয়ে আপন চাচা আবুল কালাম (৫০) এর বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে ভাতিজা হৃদয় খান।
এঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ নুরুনাহার বাদী হয়ে ১৭ জুলাই কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আটক হৃদয়কে গতকাল রাতে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।