বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে প্রচণ্ড গরমে ক্লাস চলাকালে দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় তাদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
অসুস্থ শিক্ষার্থীরা হলো, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ফাইজা কবির (১৩) ও উপজেলার গারুরিয়া ইউনিয়নের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ডলি আক্তার (১৪)।
বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ জানান, সকালে স্কুলে আসে ফাইজা কবির। পরে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়ে সে।
অপরদিকে গারুরিয়া ইউনিয়নের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পূজা বনিক জানান, ক্লাস চলাকালে নবম শ্রেণির ছাত্রী ডলি আক্তার সুস্থ ও স্বাভাবিক ছিল, ওয়াশরুমে যাওয়ার কথা বলে ওঠে দাঁড়ালে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে সে। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সহপাঠীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহামুদুল হাসান তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে দুই শিক্ষার্থীকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মুনয়েম সাদ জানান, প্রচণ্ড গরমে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।