• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে গভীর রাতে মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে হত্যা

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১১, ২০২১, ২০:১২ অপরাহ্ণ
বরিশালে গভীর রাতে মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে হত্যা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আবু তাহের নামে দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রকে মোবাইলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের মাঝ কাজীর চর গ্রাম থেকে গামছা দিয়ে গাছে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কাজীরচর গ্রাম থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিহত আবু তাহের মাওলানা হারুন অর রশিদের ছেলে। জানা গেছে, মঙ্গলবার রাতে আবু তাহেরের ফোনে কে বা কারা কল করে। এরপর গভীর রাতে সে বাড়ি থেকে বের হয়ে যায়।

রাতে আর বাড়ি ফেরেনি। সকালে পরিবারের লোকজন গামছা দিয়ে গাছে বাঁধা অবস্থায় পায় আবু তাহেরকে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। তার পরিবারের দাবি আবু তাহেরকে ফোন করে নিয়ে কে বা কারা হত্যা করেছে।