বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় হাতুড়ে ডাক্তার দ্বারা সুন্নতে খৎনা করাতে গিয়ে তাহসিন নামে এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এই ঘটনাটি ঘটে। তাহসিন (৭) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আল আমিন হাওলাদারের পুত্র।
শিশুটির পিতা জানান, উপজেলা পাদ্রীশিবপুর ইউপির অরেচ আলী হাজামের পুত্র শাহজাহান হাজামকে ছেলের মুসলমারি করানোর জন্য ডাকা হয়। তিনি আল আমিনের বাড়িতে গিয়ে সুন্নতে খতনা করার সময় শিশুটির গোপনাঙ্গের সামনের অংশ না কেটে পুরুষাঙ্গের অর্ধেক পরিমাণ কেটে ফেলে।
এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাৎক্ষণিক তাহসিনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।