বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশালের আগৈলঝাড়ায় ইরি-বোরোর বীজতলার ক্ষেতে নিজের দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে হালিম সর্দার (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয়রা হালিম সরদারের বীজতলার জমি থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত হালিম সর্দার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে।
তার স্বজনরা জানিয়েছেন, হালিম সরদারের নিজের ইরি-বোরোর বীজতলার ক্ষেতে ইঁদুরের উপদ্রব ছিল। এ জন্য মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সেখানে তিনি বিদ্যুৎ সংযোগ দেন। রাতে হালিম সর্দার বীজতলায় পানি দিতে গেলে ওই তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে রাতে বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে সকালে স্থানীয়রা হালিম সরদারের বীজতলার জমি থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরআলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।