• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে করোনায় একদিনে আরও ৫ জনের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৫, ২০২১, ১৩:২৯ অপরাহ্ণ
বরিশালে করোনায় একদিনে আরও ৫ জনের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে একদিনে ৫ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ১১৪ জন রোগী।

অপরদিকে, করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু না হলেও সেখানে গতকাল সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ১৪ জন রোগী।

এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ১৯.৮০ ভাগ।

শেবাচিমের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ছিলো ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৩ জন।

একই সময় নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে আরও ৫ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জনের করোনা পজেটিভ।

করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে গতকাল সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ১৪ জন রোগী। সেখানে গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যায়নি।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত মঙ্গলবার রাতে ১৯৮ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।