• ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বরিশালে এপিবিএন অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৩, ১৮:৩০ অপরাহ্ণ
বরিশালে এপিবিএন অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

শামীম আহমেদ ॥ বরিশালে ১০ এপিবিএন পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত দলের সদস্য মোঃ ছগির মোল্লা (৪০) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ ছগির মোল্লা (৪০) বরগুনা জেলার বামনা উপজেলার তুষখালী গ্রামের মৃত নাদের মোল্লার ছেলে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন এর নির্দেশনায় উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সহকারি পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আঃ হক ১০ এপিবিএন, এর একটি অপারেশনাল টিম পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা এলাকায় মাদক ও সন্ত্রাসী বিরোধী অভিযান পরিচালনা করে দায়রা ৩২০/২৩, জিআর- ১০২/১৫ (বামনা) এর পরোয়ানাভুক্ত আসামী চিহ্নিত আন্তজেলা ডাকাত দলের সদস্য মোঃ ছগির মোল্লাকে গ্রেফতার করে।

অ্যাডিশনাল ডিআইজি আবু আহাম্মদ আল মামুন আরও জানান,উক্ত আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ছাড়াও একাধিক ডাকাতির মামলা ও বরিশাল বিভাগের বিভিন্ন থানায় চুরি এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আছে।আজ তাকে আদালতে প্রেরন করা হবে।