• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বরিশালে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১৬:৩৯ অপরাহ্ণ
বরিশালে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্কঃ জেলার গৌরনদী পৌর এলাকার টরকীর চর এলাকা থেকে রায়হান হাওলাদার (৩৩) নামের এক যুবককে ১০৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রায়হার লাখেরাজ কসবা এলাকার সালেক হাওলাদারের ছেলে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার  দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ রায়হানকে গ্রেপ্তার করেছে।

অপরদিকে নগরীর ফলপট্টি এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর গ্রামের মোঃ বাবুল (৪২) ও বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের সজল ঘরামী (৩২)। রোববার  দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন, কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান।