• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বরিশালে আওয়ামী লীগের মনোনায়ন পেলেন যারা

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৩, ১৭:১১ অপরাহ্ণ
বরিশালে আওয়ামী লীগের মনোনায়ন পেলেন যারা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

জানা যায়, শুক্রবার দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল বিভাগের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়।

আজ বিকেলে সকল প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি জানান, বরিশাল-১ আসনে আবুল হাসনাত আবদুল্লাহ, ২ আসনে তালুকদার মোহাম্মদ ইউনুস, ৩ আসনে সরদার খালিদ হোসেন স্বপন, ৪ আসনে শাম্মি আহমেদ, ৫ আসনে জাহিদ ফারুক শামীম ও ৬ আসনে হাফিজ মল্লিককে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।