• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২১, ১৬:৩০ অপরাহ্ণ
বরিশালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

শামীম আহমেদ ॥ করোনা রোগীদের স্বাস্থ্য সেবার লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

সৈয়দ মতলেবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোঃ আমরুল্লাহ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদশা, যুগ্ন সম্পাদক আরিফুর রহমান আজাদ প্রমুখ।