• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালের সাবেক কমিশনার জামাল চৌধুরীর ইন্তেকাল, শোক

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ২১:৪৮ অপরাহ্ণ
বরিশালের সাবেক কমিশনার জামাল চৌধুরীর ইন্তেকাল, শোক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল পৌসভার সাবেক কমিশনার ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী জামাল আর নেই (ইন্নালিল্লাহি ওইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর সহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

এমরান চৌধুরী জামাল ২৩ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ির বাসিন্দা এবং তিনি ওই ওয়ার্ড থেকে তৎকালীন নির্বাচন করে বরিশাল পৌরসভার কমিশনার নির্বাচিত হন। এবং তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িত ছিলেন।

২৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এনামুল হক বাহার বলেন, এমরান চৌধুরী জামাল একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন মানসিকতার রাজনৈতিক ছিলেন। এবং তিনি তৎকালীন সময়ে কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে কাজ করেছেন।