• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

বরিশালের বিদ্যুতপৃষ্টে গৃহবধূর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত মে ২০, ২০২৪, ১৭:৪৭ অপরাহ্ণ
বরিশালের বিদ্যুতপৃষ্টে গৃহবধূর মৃত্যু

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী এলাকায় আজ (২০ মে সোমবার বেলা এগারোটার দিকে বিদ্যুতপৃষ্টে নাজনিন বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত নাজনিন ওই এলাকার হেমায়েত ফকিরের স্ত্রী। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফুল্লশ্রী এলাকায় নির্মানাধীন টেকনিক্যাল কলেজের জায়গার একটি রডের সাথে ছাগল বাঁধার সময় নাজনিন বেগম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলই মৃতবরণ করেন।স্থানীয়রা জানিয়েছেন, নাজনিনের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে স্থানীয়রা গৌরনদী-গোপালগঞ্জ সড়কের ফুল্লশ্রী বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এসময় বিক্ষুব্ধরা নির্মানাধীন কলেজের নাইট গার্ডের থাকার ছাপড়া ঘর ভাঙচুর করেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশ ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, গতবছর ওই একই এলাকায় বিদ্যুতপৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।