শামীম আহমেদ : জাতীয় পার্টির কেন্দ্রীয় দুই নেতা এসএম পারভেজ ও সেরনিয়াবাত সেকেন্দার আলীর মতানৈক্যর কারনে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পর্যায়ে দ্বিধাবিভক্তিতে পরেছে দলটি। যার কারনে দলের নেতা-কর্মীরা রয়েছে ক্ষুব্ধ হয়ে উঠেছে।
এর মধ্যে উপজেলা সদরে একটি অফিস থাকা সত্বেও আরেকটি অফিস উদ্বোধন করেছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
বসন্তের কোকিলের মতো আবির্ভাব হয়ে উপজেলা সদরের বাইরে আগৈলঝাড়া উপজেলার গৈলা রথখোলা বাসষ্ট্যান্ডে উপজেলা জাতীয় পার্টির অফিস হিসেবে মঙ্গলবার বিকেলে আকস্মিকভাবে উদ্বোধন করেছেন একাদশ সংসদ নির্বাচনের আগ মুহুর্তে আওয়ামী লীগে যোগদান করা বহুল বিতর্কিত জাতীয় পার্টির ঢাকা মহানগর (দক্ষিণ) এর সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সেরনিয়াবাত মো. সেকেন্দার আলী।
২০০১ সাল থেকে গত ২০ বছর যাবত উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সরদার হারুন রানা সেকেন্দার আলীর আকস্মিক জাতীয় পার্টির নামে কার্যালয় উদ্বোধনে বিস্ময় প্রকাশ করে বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে জানিয়ে বলেন, সেরনিয়াবাত সেকেন্দার আলী এলাকায় তাঁর কোন রাজনীতি নেই। বছরেও একবার দেখা মেলে না তাঁর।
সরদার হারুন রানা আরও জানান, উপজেলার সদরে কালীখোলা রোডে জাতীয় পার্টির উপজেলা কার্যালয় রয়েছে।
উপজেলা জাতীয় পার্টিকে তাঁর নিজস্ব সম্পত্তি মনে করে নেতা কর্মীদের তাঁর পক্ষে নিতে ব্যর্থ হওয়ায় কতিপয় লোকজন নিয়ে নিজের অবস্থান জানান দিতে মঙ্গলবার রথখোলা বাসষ্টান্ডে একটি ঘর পার্টির উপজেলা কার্যালয়ের নামে খুলে বসেছেন।
সেখানে যারা উপস্থিত ছিলেন তাঁরা অনেকেই জাপার নেতা কর্মী নয়। সেকেন্দার আলীর এহেন কর্মকান্ডে জাপার নেতা কর্মীরা ক্ষুব্ধ। সু-সংসহত জাতীয় পার্টিকে ভাঙ্গনের মুখে ঠেলে দিচ্ছেন তিনি। সেকেন্দার আলীর বিতর্কিত কর্মকান্ডে জাপার তৃনমুল নেতা কর্মীরাও বিব্রত।
সূত্র মতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বরিশাল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন।
ওই মতবিনিময় সভায় সেরনিয়াবাত সেকেন্দার আলী বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ’র হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। জাপার নেতা কর্মীরা সেই থেকে সেকেন্দার আলীকে বয়কট করে আসছেন।
সূত্রে আরও জানা গেছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা জাতীয় পার্টির আহŸায়ক সদস্য এসএম পারভেজের সাথে দলীয় কার্যক্রম নিয়ে সেকেন্দার আলীর মতানৈক্য রয়েছে।
ফলে আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টিতে কোন কার্যক্রম চালাতে না পারার কারণে সেকেন্দার আলী একটি অফিস উদ্বোধনের মধ্য দিয়ে নেতা কর্মীদের কাছে টানার অপচেস্টা চালাচ্ছেন।
উপজেলা কার্যালয়ের নামে গৈলার রথখোলা বাসষ্টান্ডে একটি ঘরে সাইন বোর্ড লাগিয়ে তাতে পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন করা হলেও সেই উদ্বোধনের কথা জানেন না দলের উপজেলা শাখার সভাপতি সিরাজুল হক ও সাধারণ সম্পাদক সরদার হারুন রানা। জানে না দলের তৃণমুল নেতা কর্মীরাও।
অসহায় দুস্থদের করোনায় সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে দুস্থদের জড়ো করে সেই ছবি দেখিয়ে চালিয়ে দেয়া হয়েছে দলের কার্যালয় উদ্বোধন নামে। এমনটাই অভিযোগ করেছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা।