• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১৭, ২০২৪, ২০:৩৫ অপরাহ্ণ
বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনায় কোটা সংস্কার আন্দোলনে নাশকতা পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে বরগুনা পৌর শহরের পশ্চিম বরগুনা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করছে। চলমান এ আন্দোলনে যোগ দিয়ে নেতাকর্মীদের নিয়ে নাশকতা করার পরিকল্পনা করায় ছাত্রদল নেতা রনিকে আটক করা হয়েছে।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, আটক নুরুল ইসলাম রানিকে থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।