• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরগুনায় মাদক কারবারি রিয়াজ গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২১, ১৫:৪৬ অপরাহ্ণ
বরগুনায় মাদক কারবারি রিয়াজ গ্রেফতার
আনিসুর রহমান টুলু বরগুনা: বরগুনা থেকে ১০০ পিস ইয়াবাসহ রিয়াজ(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের শিবেরখাল থেকে হাতেনাতে আটক করা হয় তাকে।
রিয়াজ সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের উঃ বড় লবন গোলা আঃ গনির ছেলে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলন, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো।
আজকে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমি, ইন্সপেক্টর তদন্ত অফিসার শহিদুল ইসলাম মিলন ও এসআই সোহেল খান সহ৫জনের একটি টিম গিয়ে তাকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।