বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বিয়ের কথা বলে শপিং মলের পরিত্যক্ত কক্ষে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা না নিলে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন কিশোরী।
রোববার ট্রাইব্যুনালের বিচারক মো. মশিউর রহমান খান মামলাটি গ্রহণ করে বরগুনার পাবলিক রিলেশন অফিসারকে (পিআরও) ভিকটিমের মেডিকেল পরীক্ষাসহ ৭ দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার একমাত্র আসামি হলেন- বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. রিয়াজ (২১)
জানা যায়, মো. রিয়াজ ও ভিকটিম একই গ্রামের পূর্বপরিচিত। তাদের মধ্যে ভালো সম্পর্ক। রিয়াজ ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। একপর্যায় তাদের মধ্যে গভীর সম্পর্ক হয়।
তারই ধারাবাহিকতায় ৯ নভেম্বর দুপুর ১২টার দিকে রিয়াজ বরগুনা পৌরসভার মিজান শপিং মলের পঞ্চমতলায় একটি খাবার হোটেলে বসে দীর্ঘ সময় গল্প করে। একপর্যায় দুজন হাঁটতে থাকে। রিয়াজ সুযোগ বুঝে পঞ্চমতলায় একটি পরিত্যক্ত কক্ষে কিশোরীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় বরগুনা থানায় কেউ মামলা করতে আসেনি। থানায় মামলা করতে আসলে ঘটনার সত্যতা থাকলে আমি মামলা নেই।