• ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বরগুনায় নিখোঁজ হওয়া দুই শতাধিক জেলে নিরাপদে আছে

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ
বরগুনায় নিখোঁজ হওয়া দুই শতাধিক জেলে নিরাপদে আছে

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরগুনায় ২০টি ট্রলারসহ নিখোঁজ হওয়া দুই শতাধিক জেলের সন্ধান পাওয়া গেছে। তারা নিরাপদে আছেন বলে জানিয়েছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী মোবাইল ফোনে বলেন, সুন্দরবনের দুবলার চরের টেলিটকের একমাত্র মোবাইল টাওয়ারে সমস্যা হওয়ায় ওই ২০টি মাছ ধরার ট্রলার ও ট্রলারগুলোতে থাকা জেলেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে জানা গেছে তারা সুন্দরবন এলাকায় নিরাপদে আছে।

এর আগে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে নিশাত নামের একটি মাছ ধরার ট্রলার ডুবি ও আরও ২০টি ট্রলারসহ দুই শতাধিক জেলে নিখোঁজ রয়েছে বলে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে জানান বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।