বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরগুনার তালতলীতে ১ কেজি গাঁজাসহ মোসা. সাবিনা আক্তার (২১) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশিপাড়া থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সাবিনা ওই ইউনিয়নের পাওয়াপাড়া এলাকার ইব্রাহীম হাওলাদারের স্ত্রী।
জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ সূত্রে যানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তালতলী থানাধীন ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া থেকে সাবিনাকে এক কেজি অবৈধ মাদক গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
উদ্ধার মাদকের অবৈধ বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, সাবিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।