• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা শিক্ষাসহ দেশের উন্নয়নে বিশ্বে আইডল : এমপি শাওন

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১৮:২২ অপরাহ্ণ
বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা শিক্ষাসহ দেশের উন্নয়নে বিশ্বে আইডল : এমপি শাওন

আরশাদ মামুন, লালমোহন ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ ও আধুনিকায়ন করার মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে কাজ করছেন। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সুশিক্ষায় শিক্ষিত জাতির বিকল্প নেই।

বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহনের হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির নবীণ শিক্ষার্থীদের বরণ শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংসদ সদস্য শাওন আরো বলেন, বর্তমানে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও বিভিন্ন শিক্ষাবৃত্তি প্রদান করছে আওয়ামীলীগ সরকার। যাতে প্রমান হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাসহ দেশের বিভিন্নখাতের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এখন বিশ্বের কাছে স্বীকৃত।

হাজী নূরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নূরুল আমিন খান শাহজানের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব রুহুল আমিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।